কাল রাত অবধি  জেগে থেকেও
কবিতার শেষ  লাইনটি নামাতে পারলাম না
আর কেন বা পারব! মাথার ভেতর  কেবলই —
রাজনীতি, ধর্ষণ, মৃত্যু  আরও কতকিছুই
এই স্নিগ্ধ রাতেই  হারিয়ে ফেলি


নিজের ভেতরটা কেঁদে ওঠে আরেকটা শব্দ এসে গেলে
কিছুতেই  কবিতার শেষ লাইনটি নামাতে পারলাম না
আমি কলম নিয়ে বসলাম, আবার উঠলাম
ফিরে এসে ফোনে আঙুল চেপে ধরলাম
তবুও  সাদা পৃষ্ঠার তৃষ্ণা,  বেমালুম হেঁটে যাওয়া অন্ধকার স্তুতি, আর ফোনে শ্বাসের শব্দ শুনি


আর তখনই  বাইরের হাওয়া এসে হুড়মুড়িয়ে  মৃদু শব্দ করে আমায় জানিয়ে দিয়ে যায়


কবিতার শেষ লাইনের শব্দটি...