আমি জানতে চাইনি তোমার অতীত  ইতিহাস
জানতে চাইনি  তোমার গোপন বৃত্তান্ত
শুধু  তোমাকে জড়িয়ে আমার সৌরভের  বিস্তার
বিশ্বাস মনে সাহসী  উত্থান
সেই সব নিয়ে আমার ভাষা যাপন
তুমি কত কাজে আমাকে তোমার মতো ব্যবহার করলে
একটু  ভাষা  পাবো বলে
নিরবে  আকাশের নীচে বসে
করেছি কাজ


তোমার  সব বিনিময় খোলা বাতাসে ছড়িয়ে  দিলে
বিজ্ঞাপনের  জোয়ারে  তুমি ভাসমান
আজ আমি বানের জলে ভেসে যাই
নদীর  দু'কূল ছাপিয়ে


আমার বিশ্বাসে  আজ
এক কাহিনী কথা সারা শরীর মেখে।