নিজেকে চেনো
অযথা অপরকে দোষ দিও না
তোমার মধ্যে  যে সত্তা
তাকে তুমি বিক্রি করে দিয়েছো
কয়েক বছর আগে


নিজেকে সংযত করো
বিবেক বিসর্জন দিও না
সত্য কিংবা মিথ্যা
নিজেকে প্রশ্ন করো!


কখনো অপরের কথায়
কান না ভেঙে
যে তোমাকে সত্যিই ভালোবাসে
তাকে কলঙ্ক দিও না


এর বিচার তুমি সময়ে পাবে
কলঙ্কিত এখনো
তোমার শরীরে দপদপ করছে
সত্যটাকে  তুমি সেই দিন মানবে
যেদিন সারা শরীর তোমার
কলঙ্ক ভেসে থাকবে।