আজকাল দিনরাত বসে কল্পনা করি
জানি আমার শিক্ষার স্থাবর -অস্থাবর
সবকিছুই তোমার কাছে বন্ধকি রেখেছি
তোমার  এই এগারো বছরের ব্যবসায়
আমি ছাড়াও ওরা,তারা দিগন্তজুড়ে
তোমার আরাধনায় ব্যস্ত —
তবুও আমি কল্পনা করে যাই—
আমার বর্তমান ও ভবিষ্যতকে
আমি ফুটপাতে বসে চাকরি করছি দেখে
কতজন আমার সামান্যতাকে নিয়ে তাস খেলে
আবার কেউ  কেউ লাঠিপেটা করে
আজকাল আর ওসব মনে হয়না
শরীরে লালচে কালোর দাগ
এখনও দগদগে উজ্জ্বল কাঁচের মতো
সেই কাঁচে দেখি —
আমার শিক্ষার  সমস্ত সম্পত্তি
বৈশাখী পাকা আমের মতো জ্বলছে
আর আমার শরীর ঘিরে জ্বলছে
বেকারত্বের অমানিশা।