বেশ ভালোলাগাটা  করুন হয়ে উঠলো
বছর মাস ধরে পেতেছি ঘর রাজ্যের দূরে
দৈন্যতা  ঠেলে ফেলে গভীর  মহাসমুদ্রে
তবুও দু'বেলা দু'মুঠো দিই পরিবার সীমান্তে


গ্রাম ছেড়ে দূরে দূরে নতুন ঠিকানায়
আশ্চর্য মৃত্যু যন্ত্রণা এলো কঠিনতর ভাবে
একদিকে অজানা মৃত্যুর মিছিল
অন্যদিকে প্রিয়জন সাক্ষাতের হাহাকার


দেশ জুড়ে ঘর বন্দীর স্লোগান
সাবধানে থাকার ফুলঝুরি বাণী
বসবাস অনুযায়ী স্থায়ী বন্দীর ঠিকানা


ঘরে ফেরার অগাধ ব্যকুলতা
অনাহারে কাটে দুটো দিকে
খেয়ালি প্রচার কত আনন্দ দেয়
রোজ কেঁদে হাহাকারে মরি
এদিকে পরিবার - প্রিয়জন কাঁদে
আর অপেক্ষায় দিন গুনে


শেষ কবে হবে এই বন্ধ জীবন
কাঁদি আজ । কেউ শোনে না
আমার মন।