আজ আত্মাকে হত্যা করবো আমি
বিষণ্ণ মায়াজাল ছিঁড়ে  এসে দাঁড়িয়েছি
অজানা পথের মাঝে
তীক্ষ্ণ মৃত্যুর মুখোমুখি
ধিক আমার বড়ো হয়ে ওঠা
ধিক নিজেকে বাঁচিয়ে রাখা
শুধু মুহুর্তের সময়ে ভালোবাসা দহন হয়
যেখানে একটা  স্বপ্ন রচনা করতাম
সেখানে দু'চোখের পাতায়
দিন রাত সমান হয়ে ওঠে
আমি শুধু শীর্ণ শরীরে  
কাঙালের মতো...
আজ আত্মাকে হত্যা করবো আমি।