ওই দুচোখেই  দেখেছি তো আমি
না জানি কতো সে  সেই কথকতা
নীরব অশ্রু   ঝরায়ে সে ব্যথা
কেন যে বলতে   পারো না তুমি?


যদি না পারো সে  বলতে সেকথা
কেন ফাগুনকে    আনো খালি ডেকে
কেন রাত জাগা পাখি হয়ে হেঁকে
ভালোবাসা বুকে  একরাশ ব্যথা!


আমি তো মেলেছি  হৃদয় আকাশ
এসো যদি পুনঃ  গুন গুন করে
আমাকে মাতাতে  সে জীবন ভরে
যৌবনের দূত   টাটকা সুবাস!


এখনো তো রাত   শেষ হতে বাকি
ভরা বসন্তে    চাঁদিনী জোছনা
হৃদয় খোঁজে    তোমার মূর্ছনা
ধরা দিয়েও সে   কেন দেবে ফাঁকি?


চারিদিকে সবুজের হাতছানি
পুষ্প মঞ্জুরিতে মাতোয়ারা
কেন তবে আজ   তুমি দিশাহারা
এসো কাছে হৃদয়ের দাঁড় টানি।