পথের ক্লান্তি চোখে  পড়ে
অসহায়  মানুষ  ভুখা পেটে
জয়গান  শুধু  নিরন্তর  করে
এঁটো পাতা থেকে খায় খুঁটে খুঁটে।


ভূস্বামী কাঁপিয়ে দেয় কত প্রচারে
খাদ্য ভুরি ভারি দিচ্ছে  হেঁকে হেঁকে
থালা হাতে ছুটছে জোরে জোরে
খাদ্য জুটেনি হাহাকার দিকে দিকে


মুখে হাসি কত শ্লোক সভাতে সভাতে
খদ্যের অভাব নেই ইঙ্গিত প্রচারে
খাদ্য সাথীর ফেস্টুন সবার হাতে হাতে
এখনো  খাদ্যাভাব রয়েছে ছায়া ধরে।