মোবাইলে যখন কবিতা লেখার মাঝে মাঝে
এলোমেলো বর্ণ চাবিতে খুঁজি
আঙ্গুলের আড়ালে ইতি-উতি চেয়ে দেখি
লকডাউন সভ্যতা, দূরের গাছ, পুকুর, গাঁ, হাট, বাজার...


তুমি জানালা বন্ধ ঘরে জিও নেটে কবিতা শুনছো


অন্ধকার বাইরে রেখে


মুহূর্তে অন্ধকার তোমার কবিতার দুয়ারে দাঁড়িয়ে
আর তখনই  বর্ণ চাবিতে
অসংখ্য নতুন নতুন শব্দ এসে
আমার আঙুলে ভীড় করে।