শুনুন  শুনুন বাবু মশাই
     শুনুন দিয়ে মন
গ্রাম- শহরে খেলা হবে
      চলছে যে গুঞ্জন।


ঢাক পিটিয়ে, হাত উঠিয়ে
      খেলার মাঠে  হাঁকে
বাড়ি বাড়ি বেকার যুবক- যুবতী
        অর্ধাহারে থাকে।


খেলার মাঠে নেমে পড়েছে
     নেতা,মন্ত্রী, বুদ্ধিজীবীর দল
এবার এরাই গোল করবে
      পায়ে নয় হাতে বল।


খেলছে সবাই খেলছে মাঠে
     খেলার সময় হলে
গরীব মরে খেলার মাঠে
      এমন অসুখ এলে।


গরীব বাবা স্বপ্ন  দেখে
     ছেলে এম.এ পাশ হলে
দশ-বারো লাখ টাকা নিয়ে
      খেলার মাঠে  গেলে।


খেলা হবে, খেলা হবে
     বলছে সবাই মাঠে
বেকারদের  নিয়ে সবাই
      নিলাম  করছে হাটে।


যে ছেলেটি চপ বেচে
    এম.এ পাশের পর
মা -বাবার পেটে দু'মুঠো
  ভাতের জন্য করে গড়।


সবাই বলে খেলা হবে
    দেখা হবে মাঠে
কেউ বলে না চাকরি পাবে
     রোজ খেলার রাতে।


যে মেয়েটি রোজই কাঁদে
      ফুটপাতে  বসে
বাবা মায়ের ঔষধ  নিয়ে
    নষ্ট  শরীরে আসে।


বলছে না কেউ চাকরি দেবে
      ঘুষহীন  ফাঁকা মাঠে
খেলায় এতো টাকা খরচ
     জমছে খেলার হাটে।


যা মা টি সকালে উঠে
     খালি পায়ে ছুটে
ঘরেতে বেকার এতো ছেলে
      অন্ন একটু দিতে।


আমফানেতে ঘর উড়েছে
         টাকা নেতার পকেটে
তা নিয়ে সব খেলতে গিয়ে
         গোলশূন্য   হল মাঠে।


খেলা খেলা খেলা  ধরেছে গানেতে
     বুদ্ধিজীবীদের অসুখ বলে
  সৃজনে নয়, মিথ্যার বার্তাতে
        দেয় খেলা শুরু  হলে।
      


কোভিড-১৯  গ্রাস করেছে
     সারা বিশ্ব জুড়ে
ভিন রাজ্যে পরিযায়ী  শ্রমিক
    কাঁদে সকাল বিকাল করে।


শিক্ষা,  স্বাস্থ্য ডুবে আছে
   ভরা খেলা মাঠে
কারখানা  আর শিল্প ডুবে
       বেহিসাবি হাটে।


এই নিয়ে যে গণতন্ত্র
   বানায় ক্ষমতায় এলে
সব কিছু  করে  তছনছ
    খেলা শেষ  হলে।