'ফাইট কোনি ফাইট' ;প্রতিটি শব্দ প্রেরণা
ছোট্ট সেই কোনির বড়ো হয়ে ওঠা


হঠাৎ যেন একটা বাধাপ্রাপ্ত  সংবাদের মতো
ধুলোট রাস্তায় ঘুরপাক খায়  


সূর্যের ভেঙে যাওয়া গলিত কুসুম
হেমন্তের গোধূলি সন্ধ্যা
সহস্র কোনির  প্রেরণার ক্ষিদ্দা
ডুবে যায় সুরে সুরে জনসমুদ্রে


এই শূন্য গঙ্গার তীর
এই সাঁতার শেখানোর শূন্য ঘাট...


রেখে যায় লীলাবতীর সংসার
কোনিরা মেডেল পায়
ক্ষিদ্দা   দূর থেকে আশীর্বাদ করে যায়।