খিস্তিটা জোর লেগেছে গায়ে
ক্ষমতা শাসনের ভারে
যা ইচ্ছে করতে পারি
প্রেসিডেন্সি জেলে খিস্তির দায়ে।


স্তাবকেরা তুলছে ভিন্ন সুরে
ওরা নাকি মার্জিত জীব
কথায় কথায় উচ্চ খিস্তি  ভাসে
প্রতিবাদহীন মুখে আঙুল ধরে।


কারা যেন বলছে বসে মিডিয়াতে
তারা  ছিল জেলে
বছর কয়েক ধরে
খিস্তির মানে তারাই বোঝায় হাতে হাতে।


খিস্তি এখন   সভায় আর  মিছিলে
যুক্তি তক্কে বিচার
ওদের বেলায় কিচ্ছুনা
প্রশাসন চুপ করে থাকে ওদের নিয়ে কোলে।