এক স্থির  বিন্দুতে দাঁড়িয়ে
একটা অতিকায় আগুনের ভেতর নিজেকে সমর্পণ করে দিচ্ছ
সমস্ত অতীত ভুলে


জন্মজাত পরিচয়, চিহ্ন নথিপত্রের মতো
আধার কার্ডের মতো  লোভনীয় আশায় থেকে
সমস্ত অধিকার থেকে বঞ্চিত
তবুও প্রসারিত এই আগুনের স্বপ্নের ভেতর
রোজ বেজে ওঠে পরিযায়ী সমাজ,রাষ্ট্র আর মানুষের দলাদলি


চিনে নেয় রাত্রি প্রহরে জন্মান্তরবাদের
কিছু খুঁটিনাটি কথা...