আমি তোমার সামনে বসে
তবুও তুমি দেখতে পাও না
অথচ দিন রাত জুড়ে
তোমাকে যে মিথ্যে নাটকের অভিনয় করে
তোমাকে যে ঠকাচ্ছে
তুমি তাকে নিয়ে তার সেবায় ব্যস্ত
আমি চুপচাপ একা বসে থাকি
তোমার একটা নির্জন ঘরে
তুমি অন্ধের মতো
তোমার সমস্ত বিশ্বাস ঐ অভিনেতার উপর রেখে
কত সহজে আমাকে দূরে রেখে
তুমি আনন্দে মজে থাকো


কি অপূর্ব  তোমার চাওয়া!