দিন রাত অবরোধের পরেও রাত্রি হাসছে
ঘর পুড়ছে
পুলিশের আড্ডা বসছে
বৃষ্টিতে অসহায় মানুষ কাঁদছে
সমস্ত ছোট বড় গাড়ি দাঁড়িয়ে জ্যোৎস্না রঙে
শরীর এলোমেলো মানবিকতা বিক্রি
বন্দুকের শবে দেহ ফুটপাতে
বয়ে যাচ্ছে পিচরাস্তায় লাল রক্ত
তবুও কিচ্ছু বলবো না


সামনের মাসে আবারও আসবো এখানে
কঙ্কাল হয়ে যাচ্ছে সমস্ত দেশ
খাঁটি মানুষের অপেক্ষায়...