মাথার ওপর নক্ষত্রহীন কালচে আকাশ
লাইটপোস্টের আলোয় আধো- নির্জন
রাস্তার ওপর দুটো ছায়া
সুগন্ধি আঙুলের  পেলবতা
ছায়াশরীর ছুঁয়ে যায়
আকাশি - নীলের আড়ালে
তোমার নিজস্ব গন্ধ,
স্বপ্ন ভালোবাসার মুগ্ধতা  বিশ্বাস


সকলের অলক্ষ্যে ভেঙে চুরচুর হয়ে যায়
রাত্রির কুয়াশামাখা অন্ধকারে
ক্রমশ ঝাপসা হয়
ঝরে যায় টলটলে স্বপ্নবিন্দুগুলো
নেমে আসে পৃথিবীর কাছে- দূরে
নিস্তব্ধ ক্লান্ত রাত।