খুলে যাচ্ছে বদ্ধ ঘরের দরজা
চারপাশে ছড়িয়ে  বিছানা ও টেবিলের পরে
রঙিন প্রচ্ছদে ঢাকা বই
দু'পাশে চোখ টেপাটেপি নির্লজ্জতার ছবি


একটু পরে কবিজন্ম;ব্যকরণ শরীর
ঈশ্বরের হিসেব মিলে যায় কবি জ্ঞান    


আমি  যে ঘর ছেড়ে  চলে যাব
সে রকম আমি নই
সে রকম একটি কবি জন্ম  চাই।