তোমাদের কাছে আমার কিছুই চাওয়া নেই
কেবলই চোখের জল ছাড়া
তোমাদের বুদ্ধির কাছে আমি কবেই হার মেনেছি
যে দিন আমি আমার সর্বস্ব  দিয়েই
আমার চোখের সামনে দাঁড় করিয়েছি
দীর্ঘ সময় ফেলে, দীর্ঘ ভবিষ্যৎ  ফেলে
অথচ তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই
তোমাদের নিজস্ব এই মাটির কাছে


দেখ এখনও আমি মাটির উপর দাঁড়িয়ে
তোমরা মাথা নিচু করে হেঁটে যাও
কথা বলার শক্তিটুকুও নেই
যতদিন যাবে বেঁচে থাকবে পরগাছা হয়ে
আর আমি ভীষণ দাপটে
এই মাটিতে হেঁটে যাবো


যা চিরদিনের - জন্মভূমি।