দুই ঠোঁট কথার আবেগে ভেসে যাও
প্রতিশ্রুতির সামুদ্রিক জোয়ারে
বর্তমান ও ভবিষ্যতের প্রতিক্ষায়
অথচ  যাবতীয়  কথা  নানান ছদ্মবেশে
ভেসে যাও
ডুবে যাও
অপরের পদদলিত জলে


পথ চেয়ে থাকা
দূরত্ব রেখে মৌন ছলনায় ফিরে যাও
জানি না সেটুকু সঠিক কিনা
শুধু জানি প্রকৃত শূন্যের  পথে
মিথ্যা অহংকারের কোন হাত  
তোমাকে ভাসিয়ে নিয়ে যায় ছলনার জলে


কথা না রাখো, তবুও ভালো থেকো।