কোথা তুমি কোথা তুমি
সবখানে খুঁজি তাই,
তুমি আছো অন্তরে
বারবার ভুলে যাই।
ভগবান খুঁজে পুঁজে
ফুল ফল পত্রে,
সর্বত্র বিরাজিছো
সাধনার ছত্রে।
মন্দিরে মসজিদে
যদি তুমি থাকতে,
সেখানেই দেখা হতো
দিবা ও রাত্রে।
অযথাই ঘুরে ঘুরে
মাথা গেছে ঘুরিয়ে,
চলে গেছি বহুদূরে
দেশ বিদেশ ছাড়িয়ে।
আসলে যে তুমি আছো
অন্তরের ছায়াতে,
সবকিছু রাখো ঠিক
সন্তানের মায়াতে।
তোমাকে পেতে গিয়ে
লোকাচারে মশগুল,
আসলে যে জেনেশুনে
প্রতীক্ষনে করি ভুল।
সবখানে আছো তুমি
আমি চোখে দেখিনা,
এই চোখ, চোখ নয়
আমি সেটা বুঝিনা।
অন্ধও পেতে পারে
যার দুটি চোখ নাই,
আলোকিত অন্তরে
তোমাকে খুঁজে পাই।