প্রতিটি দিন হেঁটে যায়
উঁচু নিচু সময় পেরিয়ে
কোথাও  ভালোলাগা আর কোথাও  ভালো না লাগার
একটা সুপ্ত বাসনা  ছুটে চলে দিন রাত্রি ঘিরে
পরিচয়মালার ডায়েরিতে
পাখিদের নীড়ে নিবিড় সম্পর্কও
ঠোঁটে ঠোঁটে কথোপকথনে


তোমার আবেগের ভোরে শেষ হয় রাত্রি শেষে
কত বিশ্বাস ও আশ্বাস জুড়ে
অথচ সম্পর্কের সুতোয় নাচাতে নাচাতে
গভীর খাদে ফেলে দিলে
তোমার  মতো করে


আমি তাতে ডুবতে ডুবতে
অনুভব করি  হৃদয়ে যেন
তোমার কথাগুলো ভেসে ওঠে।