হায়রে!আমরা কৃষক, আমরা কৃষক ভাই
আমাদের নিয়ে রাজনীতি, তামাশার অন্ত নেই
আমার আকাশ মানে রাতদিন ও দিন রাতের আবর্তন
আমাকে নিয়ে কৌতুকনাট্য সমাবেশ পরিবর্তন।


আমরা সারাদিন ছুটে বেড়াই মহাশূন্যের ভেতর
যেখানে লুকিয়ে আছে কৃষকের অন্তর
তবুও পথে বাধা আমাদের নিজের যাওয়া ঘরে
চারদিকে গুলির শব্দে ওপাড়ার বীরেন বাবু মরে।


রক্ত আর কান্না ভেজা আকাশ অন্তহীন
বিচিত্র এই ভব্যতার মাঝে রেখে যাই কৃষক ঋণ
আমাদের নিয়ে মহাকাশ ছুঁয়ে সদর্পে অঞ্জলি
তবুও রোজ ওদের নিশানায় খেয়ে যাই গুলি।


হায়রে!  আমরা কৃষক, আমরা কৃষক ভাই
আমাদের চিরকাল  শূন্যতা  থেকে যাবে তাই!