বাস্তবের হাতে হাত রেখে
হাঁটো পথে স্থির  লক্ষ্যে
দূরে  -কাছে বহুল  সূত্র
চোখের  সামনে  চাঁদ
সাক্ষী  সারা ত্রিভুবন
তোমার প্রতিশ্রুতিতে যা পড়ে


পূর্ণ  সংসার  
ঢেকে  সাজাও
অপূর্ণতার  ছাঁচে
পুরনো  স্মৃতির পৃষ্ঠা
উড়ে যায়  অনবদ্য  হাওয়ায়


প্রস্তুত  হও
সময় হয়েছে  পুরোনো   ঘরে ফেরা
দেখো চেয়ে সঙ্গীহীন   তোমার যাত্রায়
চালাকির ভালোবাসা
শূণ্যতায় ঢাকা


সংগত হও
মনের  ভেতর -বাহির
সময়ে মুক্ত  করো


ফিরে যাও
সেই পুরোনো  ঘরের  দালান
তোমায় ডাকে


লক্ষ্য  স্থির  রেখে
আবার সঠিক  পথে
এসো
আছে ভবিষ্যৎ  চেয়ে।