শৈশব , কৈশোর , যৌবন  পেরিয়ে  
প্রকাশ্য রাস্তায় রাস্তায় কর্ম ব্যস্ততায়
কতগুলো   বছর  কেটে যায়
সংসার সামলাতে  সামলাতে
বয়সের  ভার নামে
মনের মধ্যে অসম্ভব  তৃষ্ণা
হেঁটে  যায় , যায় হেঁটে  ক্রমান্বয়ে
মাথায় তার  অনন্ত কালের আবেদন
লোকটাই বুঝলো না
এতো আশা, ভালোবাসা   পিচরাস্তার প্রকাশ্যে


হঠাৎ  অদ্ভুত  শব্দ
পাকা তরমুজের মতো ভেসে যায়  রক্ত আর রক্ত
লোকটাই জানলো না
কিংবা  জানতে পারলো  না
দু'মিনিটে বিস্ময়বোধ


লোকটা জানলোই না
বাড়ি ফিরেছে কি না!