ঐ যে লোকটি গল্প করতে করতে হাঁটে,তাকে চেনো?
শহরে নয়,এই গ্রামে পঁয়ত্রিশ বছর কেটেছে তার।তাকে চেনো?
ঐ যে শান্ত সরল  পরম বন্ধুর মতো  ভালোবাসা, স্নেহ ও আদর বেলায়। তাকে চেনো?


ঐ যে লোকটি সর্ব শক্তি দিয়ে সারাদিন  ছুটছে আর রাতভোর হেঁটে হেঁটে  নিজের শরীর শেষ করে দিচ্ছে।তাকে চেনো?


ঐ যে শ্যামবর্ণা একটা  মধ্যবয়সী লোক  কৃত্রিম  ভালবাসার অভিনয় করে সারাদিন ও সারারাত
ঐ লোকটাকে ব্যবহার করে তার সমস্ত কিছু লুট করে নিচ্ছে। তাকে চেনো?


শহরে নয়, এই গ্রামে পঁয়ত্রিশ বছর কেটেছে তার। সম্প্রতি সে 


তীব্রভাবে  বন্ধুর নেশায় আসক্ত। 
সকাল থেকে রাত কামনায়  অসম্ভব ভাবে জ্বলে উঠে শরীর। 


অথচ নিজেকে বিক্রি করে দেয়  মোহের নেশায়,
বন্ধুর ঘুঘুর চোখের মতো দুটো চোখ  লাল গোল বৃত্ত করে লোকটার লুট করে নেয়।তাকে চেনো?


সর্বস্ব হারিয়ে লোকটা একা একা হেঁটে চলে 
অচেনা এক ছেলের  খোঁজে বাবা ডাকের মোহে...


শহরে নয়, এ গ্রামে পঁয়ত্রিশ বছর কেটেছে তার