অনটনের সংসারটার দায়িত্ব কাঁধে নিয়ে
খালি পায়ে রোজ  হেঁটে যেতেন
অজস্র হাট-বাজার ঘুরে, তিনি আমার মা
যাকে আমরা আমাদের চোখ বলে জেনেছি।
খোলা আকাশের নীচে  সেঁতসেঁতে  মাটির মেঝেতে  বসে
পুরনো  ময়লা কাপড়ের আঁচল দিয়ে যিনি আমাদের  গা মুছে দিত
আর সংসারের দারিদ্র্যের ঝুলি নিজের হাতে তুলে নিয়েছিলেন যিনি, তিনি  আমার মা।


একটু একটু করে আমাদের  বড়ো হওয়ার  স্বপ্ন
দেখাতেন  যিনি রাত জেগে তিনি আমার মা
যাকে আমরা স্বপনের ফেরিওয়ালা বলে জানি।


কত অন্যায় আবদারকে বুকের মধ্যে রেখে
পথে পথে হেঁটে  যিনি আমাদের সুখ দিতে চেয়েছিলেন, তিনি আমার মা
যাকে আমরা সুখ দায়িনী বলে জানি।


যিনি একযুগ ধরে উঠানের দেওয়ালে
ফুলের মালার মধ্যে থেকে  রোজ আমাকে আশীর্বাদ দিয়ে যান, তিনি আমার মা


যারা   সংসারের প্রতিটি কাজে তাকে
অপরাধী বলে  জেনেছে
যাদের কাছে খুব যন্ত্রণা পেয়েছিলেন, তিনি আমার  মা  হলেও তাদেরও মা।