বৃত্ত
বর্ণের বৃত্ত
বর্গের পর বর্গ
ব্যঞ্জনের  বর্ণ ঘিরে নৃত্য
আলোর উৎসব আলপনা রাঙা ছকে
এই সময় উচ্চারণ ঘিরে লেখা বর্ণদৃশ্য
বর্গের দ্রিম্ দ্রিম্ নৃত্যকথা কল্পনা
ব্যাকরণ ঘিরে ধ্বনিমাত্রিক দৃশ্য
শ্বাসাঘাতময় পদ্য চেনে
মহাপ্রাণ বর্ণ
বর্গময়।


২.


মন
ভালো নেই
তবুও  আলোর ছবি
চারদিক  কুয়াশা মাখা সন্ধ্যায়
পাকা টমেটোর  মতো চোখের আয়নায়
কত অতীত  স্মৃতি  মনের কলমে   রাঙিয়েছি
এক পবিত্র  ছায়ার অতল জলে
ওঠা-নামা রাত্রির  কথা
প্রতিচ্ছবি হয়ে ফেরে
অস্থির  সময়
এখন।