মর্মান্তিক মৃত্যু উৎসব
বিমল মণ্ডল


শ্রেষ্ঠ পুজোর শিরোপা
প্রতি বাঙালির  হৃদয়ে
আনন্দের  রোশনাই চটকদার প্রচারমাধ্যম
টাকার আয়োজন  সজ্জিত  প্যান্ডেল


আধখানা পথ মানুষের  মনে
সকাল  আরতি ব্যবধান  হারায় রাতের কাছে
উন্মত্ত আরতি  শুরু  হয়
সুগভীর  লোভের রাতে
সন্ধ্যার ভীড়ে  তুলে নেয়
চিৎকার করে অবলা এক নারী শিশু


নির্জনতা  মৃত্যুর  সময় গোনে
বিভৎস কামনার শিকারী
ভোরের কুয়াশায় ঘাসের বিছানায়
সারা শরীরে  নরখাদকের দাগ নিয়ে শুয়ে
উৎসব চলে দিন রাত ধরে
প্রশাসক  অন্ধত্বের ভূমিকায়


শ্রেষ্ঠত্বের  টুর্নামেন্টে
নির্বিচারে  শিশু ধর্ষণ


যার আর এক নাম
মর্মান্তিক  মৃত্যু উৎসব।