নিখাদ পরিচয়ের বিকল্প নেই
'মা' শব্দে বাঁধা আছে।প্রাচীনকাল থেকে মানুষের জন্মের পরিচয়।


নিখাদ এই শব্দের তুলনা নেই
মানুষ জন্মের পরে 'মা' প্রথম ভাষার প্রথম পুরুষ
জীবনের অবিশ্রান্ত  বাহু অবলম্বন; প্রেরিত মায়ের ভালবাসা
নিখাদ এই মায়ের কোন পরিচয় নেই


সমস্ত ব্যথার আঁধারে
আরেকটি আত্মশক্তি  
নিশ্চিত দুটো বাহুর শিরায় শিরায়
মায়ের কয়েক'শো টি চোখ
যা দিয়ে সজ্জিত রাখে
উচ্ছ্বসিত সম্মিলিত হাসি
এখানে নিখাদ 'মা' শব্দের বিকল্প নেই।