দেখ মা, আজ আমার দিকে চেয়ে
ঢাকায় পেলাম তোমার আশীর্বাদ
কবিতাগুলো আজ ঢাকার আকাশে
মেলে ধরছে তোমার দুটো হাত।


মা গো তুমি আমার শৈশব ঘিরে
শরীরে কত অক্ষর দিয়েছ ঢেলে
তা নিয়ে বেড়াই মুজিবরের দেশে
আনন্দতে তুমি যাচ্ছ কোথায় চলে।


মা গো তুমি কত রোদ বৃষ্টি ঠেলে
আমায় নিয়ে স্বপ্ন দেখেছিলে
ঢাকার মেঘে অক্ষর তারায় তারায়
তোমার চোখ আমার কবিতাবলে।


মা গো তুমি উঠান ঘিরে কত
স্বপ্নগুলো ছড়িয়ে দিয়েছিলে
আজ সেই উঠান এখন ঢাকায়
কষ্টগুলো কবিতা হয়ে খেলে।