বৃষ্টির সাথে মিলেমিশে চোখের জলও উড়ে উড়ে
মায়ের চিতার দিকে যাচ্ছে। গ্রাম ঘেরা মাঠের জলে
তাই লবনস্বাদ, যাঁরা জানেন,
তাঁরাই শুধু জানেন!  যে মাঠে রোজ মায়ের হাত লেগে আছে, যে পায়ে মায়ের লোনা কাদা এখনো লেগে
সেও একদিন মিলিয়ে গেলে।আমি ওই পথে  প্রণাম করি
ভালোবাসাহীন জীবন নিয়ে আছি


অদ্ভুত স্নেহের ডাক ভেসে আসে
আমার এই জীবনের অভিমুখে


আরও কাঁদাও আমাকে
বাড়ির অনতিদূরে এখনো চিতা জ্বলছে
আমার সমস্ত ভালবাসা পুড়ে ছাই হয়ে যাচ্ছে


আমি অনভিপ্রেত সেই চিতায়  আজও জ্বলছি...