স্তব্ধ ইতিহাস। গ্রাম -শহর জীবন
শরীরে শরীরে ছুঁয়ে ছুঁয়ে যায়  
মানবিক তেজ রস


মানুষ নাকি বুদ্ধিজীবী
আছে বিবেকবান
মনগড়া সব আদব বিচার
সমান রাতদিন


পরিনামে মুখোশ ভরা
জীবনময় পাহাড়
জীবন ভিক্ষার সুর ওঠে
অভিন্ন পথে পথে


রাত যাপনে সংশয় জাগে
হৃৎপিণ্ডে বারবার দাঁড় পড়ে
আশাহীন ব্যঞ্জনায়


ধূ-ধূ গাঁ । রাত - নিশীথ  
মুখের মুখোশ ওড়ে
পুরনো ভীত।  নয় শক্তপোক্ত  
ধস সামনে


বিশ্বাস হারায়। মনে সংশয়
দূরত্ব খোঁজে অভিধান
মুখোশ পাহাড়। মুখোশের আড়ালে
শুধু দম্ভের নাচ। পরিনামে
ঘরের ভেতর। মুখোশের ব্যবহার।