ঝলসানো পূর্ণিমা দেখছি
চোখ আছে
তবু অন্ধ।


শ্যাওলার সারা শরীরে রক্ত উচ্চগতির দাপটে ভেসে যাই
মুখ আছে
তবু বোবা।


প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি
ঠোঁট আছে
অথচ
ঠোঁটে ক্লীব লাগাই


নিজেকে বিক্রি করে দিই সস্তায়
মন আছে
তবুও নিরুপায়

কোলের ছেলেটা কাঁদছে দূরে দাঁড়িয়ে
সহজে দু'হাতে জড়িয়ে নেওয়া যায়
হাত আছে
তবুও পেছনে বাঁধা


বিবেকের কাছে প্রশ্ন রাখি
বিবেকের মৃত্যু হলো মাত্র
ভয়ে কিংবা
সংকীর্ণতায়।