মিথ্যের সঙ্গে যখন যুদ্ধ করি আর তখনই মিথ্যেগুলো আমাকে   গিলতে আসে
আমি নিরুপায় হয়ে তোমার কাছে ছুটে যাই
আর গিয়ে দেখি—
তুমি মিথ্যে অভিনয়ের সাথে  মিথ্যে মিথ্যে নাটক করছো
আমি বিস্ময়ে ফিরে আসি
আর হাঁটতে থাকি স্টেশন বরাবর ট্রেন লাইন ধরে
আর মনে মনে ভাবি: আমার ভালো মন্দ আমি নিজেই না বুঝে - এতদিন মিথ্যের পেছনে তাড়া করেছিলাম


আমি তখন  ট্রেনের সম্মুখে
আর যাওয়ার পথ নেই
ভাবতে ভাবতে আমার শরীরকে দুমড়ে মুচড়ে দিয়ে ট্রেন চলে যার
শুধু জ্যোৎস্না রাতে রক্তাক্ত শরীরের উপর
মিথ্যেগুলো হাসতে থাকে....