কি ভাবে আছি আঁকড়ে ঘরে
চরম শুকনো কঠিন ঝড়ে
অপরাধ কার? সে তো মনে তুফান তোলে
আমার শরীর -শরীর নয় যখন বাঁধা চলে
পরিনত মন আবার সুপক্ক ঘ্রাণে
এলোমেলো পথে পথে চাঁদ শুদ্ধ হাসে


প্রতিচ্ছবি ভেসে ওঠে সাজানো মর্গে
তোমার -আমার উৎসব
সহসা পরিচিত উৎশবে
মনখারাপের ছায়া ঘিরে  তোমারই স্পর্শ
একে একে হারিয়ে যায় -নিখোঁজ সময়


দেখছি চোখে -শবের গাড়ি শুধু প্রিয়জনের
মন ভালো নেই -ঘুরছে শুধু সময়।