মনে এলে—
সকাল- বিকেল, দিন-রাত প্রশ্ন করি
এই বাড়ি,এই বাগান,এই খেলার মাঠ
একটা সূর্যে দাঁড়িয়ে।


তবু জীবনের দেনা শোধ করতে  করতে
মনে আসে এই নিবিড় পৃথিবীর কোথাও...


মনে এলে তুমি আড়াল হও
চুপচাপ পেয়ারের গাছের অত্যাশ্চর্য ভালোলাগা


তখনও হয়তো আমি তোমার
অপলক চোখে চাওয়া
তোমার ঠোঁট,তোমার কপাল
আর সারা শরীর জুড়ে...
মনে এলে আমি তোমার হয়ে উঠি।