মনে পড়ে৷ আজ খুব —
তোমার সেই দিনের বুকভরা ভালবাসা
আমার বুকে মাথা রেখে ঢেলে দিয়েছিলে
আমি মুগ্ধ হয়ে চোখে চোখ রেখে, হাতে হাত রেখে পরীক্ষা দিয়েছিলাম
তোমার সাথে ঘটে যাওয়া অতীতগুলো
আমি সরলতায় ভাগ করে নিয়েছিলাম
এক,দুই, তিন করে... আবারও সাতদিন কেটে যায়
স্মার্টফোনের আয়নায়—
তারপর...
দুপুরের রোদ- বৃষ্টির খেলার মাঝে
টেনে নিয়ে যাও তুমি আমাকে
তোমরা বিশাল ঐশ্বর্য ঘেরা বিছানার কোমলতায় ভাতৃত্বের ঘ্রাণ নিই
তুমি প্রাণভরে আমাকে আশ্বস দিলে
মনে পড়ে আজ খুব —
তোমার সংখ্যাতীত কথার মাঝে  বন্ধু চয়ন
আর দিনগুলো ছুটতে থাকে
টুকরো টুকরো সম্পর্ককে জোড়া লাগাতে
আমি এক আকাশ স্বপ্ন দেখি
আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ
এই ঘোলা পৃথিবীর একপীঠে
তোমাকে রেখে উজ্জ্বলতায় মগ্ন হই


মনে পড়ে আজ খুব —
তোমার অহেতুক ছুটে আসা
অবোধ বৃষ্টির মাঝে
ভাই বলে জড়িয়ে ধরলে
অথচ আমি বোঝে ওঠার আগে
তুমি মিলিয়ে গেলে বন্ধু চয়নে।


মনে পড়ে আজ  খুব—
সারাদিনের ক্লান্তি মাথায় নিয়ে
অবসন্ন শরীরে
একবার দেখবো বলে ছুটে যাই তোমার অন্দরমহলে
কিন্তু  তোমার প্রথম দিনের  ভালবাসার স্রোতের বদলে
তোমার চোখে ক্রোধের আগুন আর মুখে অতৃপ্তির ছায়া
আমি সারারাত জড়ো হয়ে পড়ে থাকি পাশে
ভাতৃত্বের শূন্যতা নিয়ে
খুব ভোরে কপালে তোমার দেওয়া সুখের টীকা পরে
ফিরে আসি তোমার থেকে অনেক অনেক দূরে
মনে পড়ে আজ খুব —
তোমার বলা বাক্যগুলো
পরপর  গেঁথে মালা করে রেখেছি হৃদয়ে
তোমার কি আজ  খুব মনে পড়ে?