অস্থির হও না
মনকে বোঝাও
সমুদ্রের স্রোতের মতো হারিয়ে যেও না
তুমি চারদিকে তাকিয়ে দেখ
মানুষের দুর্গম রহস্য
মানুষকে চিনতে শেখ
সহজ সরল হও না
যারা ভালবাসা বোঝে না
তারা নানান কথার জালে জড়িয়ে ফেলে
তোমাকে রোজ মানসিক যন্ত্রণা দিতে দিতে
রাতের ঘুম ও দুমুঠো ভাত কেড়ে নেবে
তুমি চঞ্চল হয়ে
সব কিছু হারিয়ে  মৃত্যু বেছে নেবে
কিন্তু মিথ্যে ভালোবাসার লোভে
শিকার না হয়ে
তুমি ঠিক মনকে স্থির করো।