সময় ফিরে ফিরে যায়  
মানুষের ভাগ্যে  
কোভিড-১৯ ঘিরে দেশ কিংবা বিদেশ
ছোটো বড়ো মন ভেঙে ভেঙে যায়  
জন্ম নেয়  এক এক করে বিষাদ


তবুও জন্মভূমির ডাকে বাড়ি ফেরা  
কেউ স্ত্রী সুখ, কেউ সন্তান সুখ
কেউ বা বাবা- মায়ের স্নেহ সুখে
নীল আকাশের পথে পাহাড় ডিঙিয়ে
পরপর তারাদের  প্রেমালাপ


মেঘদের গা বেয়ে  বৃষ্টি ঝরে
ধোঁয়াশা ধোঁয়াশা চোখে স্বপ্ন ভাসে
সেই দেশ , সেই জন্মভূমির


হাতে গোনা কয়েক সেকেন্ড পরে
স্বপ্ন নিয়ে প্রিয় জন্মভূমিতে অবতারণ


মুষলধারে বৃষ্টি সুখে
তারাদের কোলাহল ঝেড়ে
শব্দবাণে জন্মভূমির চরণে
খুঁজে পায় শেষ মৃত্যু সুখ।