কি করে বুঝবো —
মুখোশ  মুখে না মুখে মুখোশ
হাজার মানুষের  হাজার মুখোশ
প্রথম ইশারায় নিবিড় প্রয়াস
সে তো  তোমারই  মুখোশ- মখ
হৃদয় চোখে দিয়েছিলে কথা - সারাজীবনের ঘর
ঠান্ডা মাথায় বাহারি  রঙে  কত কিছু মাতোয়ারা
মুখেশের আডালে মুখ অভিনয়  
কত সম্পর্কের অন্তরালে
বিভ্রান্তি নিয়ে ডুবে গেলে   অবিশ্বাসের খাঁচায়
পরিনতি শুধু সংশয় ও সংকট
মানবিক  মেকাপে ঢেকে যায়
মুখের আদলে  আদরের বাণী
নিভৃতে  চোখের জলে  স্পষ্ট দেখি
মুখ ও মুখোশের গান।