মনে করে দ্যাখো;মাত্র কয়েকটি  বছর
ছলাকলা দিয়ে নিয়মিত  স্বপ্ন  ভাঙা
বিকলাঙ্গ  করে দিলে মানবতা
আজ মনে হয় সেই মুখঃ বাঁকে এসে দাঁড়িয়েছে
আসন পেতেছে গেরুয়া -নীল জ্যোৎস্নায়
দাঁড়িয়ে  অনুগত  সক্কলে


স্বপ্ন  পূরণের  অঙ্গিকার ব্যক্ত করে
উল্লাস আর মাতামাতি  ঘিরে
সেই মুখ শুধু  লোভী দৃশ্যপট


এঁকে  যায় ভিন্ন ভিন্ন  ছদ্মবেশী  মুখ।