এই তো সেই দুই তীর ফাঁকা নদীর কিনারা
যেখানে সন্ধ্যা নামে অবিরত
দূর থেকে হেঁটে আসা এক ছায়ায়
মুখোমুখি  আমি আর তুমি
দুঃখ দিয়েছিলে কখনো  সেই স্মৃতি
মনে কি পড়ে এখন?


সেই তো  তুমি গেলে রাতের জোয়ারে
অসম্ভব সময়ের টানে।
সেই নদী, সেই তীর এখনো ফাঁকা
শুধু বাতাসে নদীর গর্জন
আমার হৃদয় তোলপাড় করে
মাঝে মাঝে উপচে পড়া নদী জল ভাটার টানে সময় ফেরে
কে বা কারা তোমারই অদৃশ্য ছায়ার আড়ালে
নতুন  আতঙ্ক ছড়ায়।


তবুও তোমার মুখোমুখি সহজ ভালোবাসার ভাটার গান ধরি।