মানুষের মুখগুলো  মুখোশ ভরা
মাঝেমাঝে অন্ধকার বয়ে আনে যত্ন করে
যা নিজেকে আয়নায় দেখে হোঁচট খাই


আমার প্রচণ্ড রাগ নিজের ওপর
আমিও মানুষ
অথচ নিজেই নিজেকেই ভয় পাই


রাস্তায় হাঁটতে গেলে  কত লোক
চোখবুঁজে অন্ধকার আনে
মানুষের ভদ্রতার পরিচয় হারায়


আমি তাক করি নিজেকে
ছুটে আসি কিন্তু মুহূর্তে নেমে আসে
সারি সারি মুখের আদলে
মুখোশের অন্ধকার।