কতবার আমি সামনে পেছনে চোখ ফেলি
নিরব নদীর পাড়
হয়তো আমার সময়ের প্রতি সেভাবে খেয়াল ছিল না
তবুও ততবার নদীর দুই নেত্র
আমার দু'চোখে ভার বহন করে
অসম্ভব নদী জলে
সুরের পিয়ানো বাজিয়ে
সুরের দ্রুত লয়ে
স্থিরচিত্রে দুই পাড়


অথচ গুরু গম্ভীর চালে
জেগে ওঠে জোয়ারের জল
নদীর দুই নেত্রে।