রোজ রোজ নদী পারাপার  করি
চোরাবালি স্রোত  পায়ের তলায়
কতটা  হেঁটে  স্রোতস্বিনী নদীর রূপ দেখি
কোমর দুলে দুলে এগিয়ে যায়, কোন সে সুদূরে
এ নদীর সাথে সখ্যতা  প্রেমের কথা বলে


এ জীবনের  সাথে  কতটা  মিলেছে  আমার জীবন
বাল্য কৈশোরে সিঁড়ি  ভেঙে  
পৌঁছেছি  উন্নতির ছাদে।


আমার  হার -জিত জীবনকে
কুর্নিশ  জানায়  নদী
অসীমের  সীমানা ছেড়ে
নদীর  সাথে হেঁটে  চলি আমি।