যে জীবন  মোমের মতো গলতে থাকে
সময়ের স্রোতে
বিষাদের অনন্ত অঙ্গন জুড়ে
ব্যর্থতার আয়নায় কখনো এই জীবন আর খুঁজে বেড়াই না
আসলে এই পৃথিবীর কক্ষে
আমি আর অন্ধকার
তবুও তুমি এলে... সময়কে জেনে
আমি স্মৃতির ইতিহাস থেকে
দু'একটা  দু:খের পাতা সাজিয়ে তোমাকে দিই
তুমি সেই পাতা খুলে  
আমাকে সারাজীবনের আমন্ত্রণ জানাও
ভবিষ্যৎ ও আমি - তোমার অপেক্ষায়
অথচ তোমার বিপরীতে আর একটা প্রতিবিম্ব
আমার হৃদয় কঠিন করে
সময়কে শুধু  নিয়ে যাও


আর
আমায় নাই বা মনে রাখলে...