আমি জেনেছি -তোমার কতসব নির্মাণ
আমি দেখেছি - তোমার কবিতার পরিশ্রম
তুমি জ্যোতিষ্কলোকে
সিঁড়ি দিয়ে উঠে যাও
কত জন্মের ভাবান্তরে


আমি জেনেছি -একটা মানুষকে
আমি দেখেছি - শূন্যের দিকে উঠে যেতে
তোমার ছড়ানো অক্ষরে অক্ষরে


আমায় কুঁড়ে নিতে দাও
অজস্র নক্ষত্রের ভীড়ে
আমি  যেন তোমায় ছুঁতে পারি


তোমার প্রতিটি জন্মদিনে  
একটি শব্দাংশ যা নৈঃশব্দের  যতিচিহ্ন।