ভেবে দেখ কিছু দিনের আগের কথা
যেখানে অনেক চিত্রনাট্য সাজানো ছিল
কারণে - অকারণে সরল ঐকিক নিয়মে কথাবলা ; যা নাটকের পূর্ব মোহড়া


কয়েকটি আভিধানিক সূত্রে দেদার লুটরাজ
মাথার ঘাম পায়ে ফেলে; কয়েকটি জমানো মুদ্রার খোঁজে
গ্রাম থেকে শহর;নারী থেকে পুরুষ হেঁটে চলে ভাঙা ভাঙা বিকেলের পীঠে
সাহসে আর ভয়ে এক,দু'পা এগোলেও


সেদিন তোমার কারণে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে
বোবা মুখ,ভাঙা ঘর,উলঙ্গ শরীরের টানটান ছবি দেখেছি
তুমি  নাটকের প্রতিটি অঙ্কে কখন মুখ,কখনও মুখোশের সাথে
তোমার উঠানের অদূরে কান্না, হাহাকার; জমানো মুদ্রার আশায়


অভূতপূর্ব নাটকের শেষ অঙ্ক; কালো সুতো ছড়িয়ে অভিমুখে
বিবর্ণমুখগুলো  আর একবার


নারদ নাটকের একদিনে...