আমি রোজ শীত দেখতে দেখতে 
হারিয়ে যেতাম কুয়াশা চাদরে
যেখানে মা ভিজে আমাকে
শীতের স্বরলিপি শেখাত


সারাদিন সূর্যের আলো বেয়ে নেমে আসে শরীরে 
উত্তীর্ণ শীত বালকের দল
আমি ওদের সাথে  রাজপথে যাই,মেঠোপথের ধারে গান ধরি
শীতের রাগ বাজাই
ওসব  গোধূলির ফেলে নরম রাতে


 উষ্ণতা নিই মায়ের হাতে।