ও ঠাকুমা,গল্প শোনাও
গল্প শোনাও নানান রসের
ভূত পেত্নী দত্যি দানো
রাক্ষস আর খোক্কোসের ।
রাজা রানী রাজপুত্তুর
রাজকন্যা, তাদের সই,
তাদের যত কীর্তি কলাপ
শোনাও, শুনে ধন্য হই ।
আমরা যত নাতনি,নাতি
করছি আর্জি আজ সন্ধ্যায়
বল দেখি ঠাকমা আজকে
ওদের গল্প,সরেস কথায় ।
মরণ কাঠি,জীয়ন কাঠি
ডাইনী বুড়ীর বক্র লাঠি
খোঁনা গলায় কইছে কথা
শোনাও দেখি সেই বার্তা ।
রূপকথার ওই জগৎটা যে
শিশু মনটা ছিল জুড়ে
একাশি বছর পার করেও
ভুলবো সে সব কেমন করে ?
ও ঠাকুমা, শুনতে পাচ্ছ
আমি শুধু আমি তো নই
আমার মত নাতি, নাতনী
নস্টালজিক আমরা সবাই ।